কালচিনি: কালচিনি থানা ময়দানে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে জয় জোহার মেলা ও বীরশা মুণ্ডা সার্ধশতবর্ষ উদযাপন করা হল
কালচিনি থানা ময়দানে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে জয় জোহার মেলা ও বীরশা মুণ্ডা সার্ধশতবর্ষ উদযাপন করা হল। এই উপলক্ষে শনিবার কালচিনি থানা ময়দানে উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতি স্টল বসেছে। লেপচা, শেরপা, ডুকপা, মেচ, রাভা, সান্থাল সহ বিভিন্ন জনজাতির স্টল বসেছে। স্টলে জনজাতির নিজস্ব বাদ্যযন্ত্র, সাংষ্কৃতিক পোশাকের প্রদর্শনী করা হচ্ছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাপরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব, কালচিনি বিডিও সহ বিশিষ্ট জনেরা।