রানাঘাট ২: শারীরিক সক্ষম দিব্যাংগ বয়স্ক মানুষদের জন্য ধানতলায় হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্র বিতরণ বিধায়ক অসীম বিশ্বাসের
কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অধীনে বিশেষ ভাবে শারীরিক সক্ষম দিব্যাংগ বয়স্ক মানুষদের জন্য আবারও এগিয়ে এলেন রানাঘাট উত্তর পূর্বের বিধায়ক অসীম বিশ্বাস। আর তারই অঙ্গ হিসেবে সোমবার ধানতলায় সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী সামাজিক ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া বিশেষ ভাবে সক্ষম ও দিব্যাংগ বয়স্ক মানুষদের হাতে হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র, কোমড়ে পড়ানো চিকিৎসা বেল্ট সহ একাধিক সামগ্রী তুলে দেওয়া হয়। বিধায়ক অসীম বিশ্বাসের দাবি এদিন প্রায় 500 জনেরও বেশী বয়স্ক মানুষকে এই পরিষেবা প্