বরজোড়া: বড়জোড়া এলাকায় এক সাইকেল আরোহী ডাম্প এর তলায় চাপা পরেও ভাগ্য ক্রমে বেঁচে গেল
রাখে হরি তো মারে কে। কথাটি আবারও সত্য হয়ে গেলো। ডাম্প এর চাপা পরে ভাগ্য ক্রমে বেঁচে গেলো এক ব্যাক্তি। আজ আনুমানিক 1 টা নাগাদ দুর্গাপুর থেকে একটি ডাম্প বড়জোড়া দিকে আসছিল। হঠাৎই সেই সময় এক ব্যাক্তি সাইকেল নিয়ে দ্রুত গতিতে রাস্তা পারাপার করতে গিয়ে ডাম্প তলায় পড়ে যায়।