ঘাটাল: বিহার বিধানসভা নির্বাচনে জয়ের পর ঘাটালে বিজয় মিছিল বিজেপি কর্মীদের।
বাজনা বাজিয়ে ঘাটাল কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে মিছিল শুরু করে, ঘাটাল বাজার, বিদ্যাসাগর সেতু হয়ে ঘাটাল কলেজ মোড়ে গিয়ে মিছিল শেষ হয়। মিছিল শুরু হয় আজ সন্ধ্যা 6 নাগাদ। মিছিল শেষে ঘাটাল কলেজ মোড়ে আতশবাজি ফাটিয়ে মিষ্টি বিতরণ করেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট সহ বিজেপি কর্মীরা।