তেলিয়ামুড়া: মগবাড়ি এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন দল ত্যাগ করে ১৩ জন ভোটার আইপিএফটি দলে যোগদান করে
শুক্রবার দুপুর ১২ ঘটিকায় মগবাড়ি এলাকার আইপিএফটি দলের নেতা সুনীল দেববর্মার বাড়িতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৩ জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে আইপিএফটি দলে যোগদান করে। তাদেরকে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেয় আইপিএফটি নেতা সুনীল দেববর্মা, রতন দেববর্মা ও ধনঞ্জয় লিয়াং।