কল্যাণী: টোটো চালকদের রেজিস্ট্রেশন ও SIR নিয়ে আলোচনা সভা INTTUC উদ্দোগে।
Kalyani, Nadia | Nov 19, 2025 গয়েশপুর শহর INTTUC উদ্যোগে টোটো রেজিস্ট্রেশন ও SIR নিয়ে প্রচার সভা অনুষ্ঠিত হলো। আজ রাত আট টা নাগাদ এই সভা অনুষ্টিত হয় উপস্থিত ছিলেন নদীয়া দক্ষিণ জেলা INTTUC সভাপতি সনৎ চক্রবর্তী, গয়েশপুর শহর INTTUC সভাপতি দেবাশীষ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ সহ কল্যাণী ও গয়েসপুরের অসংখ্য টোটো চালক। আজ নদীয়া দক্ষিণের INTTTUC সভাপতি সনৎ চক্রবর্তী কি বললেন শোনাবো আপনাদের