আরামবাগ: পুরসভার ডাম্পিং গ্রাউন্ড গড়তে চাষের জমি দখলের অভিযোগ,পাল্টা অভিযোগ,উত্তেজনা 15নং ওয়ার্ডে
পুরসভার ডাম্পিং গ্রাউন্ড গড়তে জমি দখলের অভিযোগ।জমি বাঁশ দিয়ে ঘিরে দেওয়ায় শুক্রবার ক্ষোভে ফেটে পড়েন কৃষকরা।জানা গেছে,পৌরসভার ১৫নং ওয়ার্ডের তেলিপাড়ায় আগেও ডাম্পিং গ্রাউন্ড তৈরির পদক্ষেপ নিলে কৃষকদের বিক্ষোভে পরে স্থগিত হয়ে যায়।অভিযোগ,ফের কয়েক বিঘা চাষ দেওয়া জমি বাঁশ দিয়ে ঘরে দেয় পৌরসভা।কৃষকেদের দাবি,এলাকায় ডাম্পিং গ্রাউন্ড হলে পাশেপাশের জমি চাষের অযোগ্য হয়ে পড়বে,তা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবি তোলেন।পাল্টা কৃষকেদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে পুরপ্রধান।