সারারাজ্যের ১৫টি জেলার ১০২টি আদিবাসী অধ্যুষিত ব্লকে একযোগে অনুষ্ঠিত হচ্ছে জয় জোহর মেলা। আউশগ্রাম-২ ব্লকের রাঙাখিলা কৃষক বাজারে শনিবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ ফিতে কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্লকের বিডিও চিন্ময় দাস। সঙ্গে ছিলেন ব্লকের জয়েন্ট বিডিও রামপ্রসাদ সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই, বিশিষ্ট সমাজসেবী শেখ আব্দুল লালন সহ অনান্যরা। জানা গিয়েছে, বিরসা মুন্ডার প্রতিকৃতিতে এদিন মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানের অতিথিরা।