তেহট্ট ১: তেহট্ট ১ বিডিও অফিস থেকে খারাপ দুর্বৃত্তের নেমপ্লেট টা তাড়াতাড়ি সরিয়ে নেওয়া হোক জানালেন,CPIM নদীয়া জেলা কমিটির সদস্য
তেহট্ট ১ নং পঞ্চায়েত সমিতির পূর্তেয কর্মদক্ষ সুকমল বিশ্বাসের গত দুদিন আগে, পূর্তির কর্মাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করার পরেও তেহট্ট ১ বিডিও অফিসে তার নেমপ্লেট না সরানোর বিষয়ে,বৃহস্পতিবার দুপুর ১টা ৪৫ মিনিটের সময় CPIM নদীয়া জেলা কমিটির সদস্য সুবোধ বিশ্বাস তেহট্টে দাঁড়িয়ে জানালেন,তেহট্ট ১ বিডিও অফিস থেকে খারাপ দুর্বৃত্তের নেমপ্লেট টা তাড়াতাড়ি সরিয়ে নেওয়া হোক।