চাঁচল ২: বাংলার বাড়ি প্রকল্পে নতুন অভিযোগ: আজাদের বাড়ির ছবি ব্যবহার করে ঘর পেলেন অন্য উপভোক্তা
বাংলার বাড়ি প্রকল্পে নতুন করে দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ, এক প্রকৃত উপভোক্তার কাঁচা বাড়ির ছবি ব্যবহার করে অন্য এক উপভোক্তাকে বাড়ি পাইয়ে দেওয়া হয়েছে। এতে প্রকৃত উপভোক্তা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। গোটা ঘটনা নিয়ে আজ সোমবার বিকেল চারটে নাগাদ ব্লক প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন বঞ্চিত উপভোক্তা। মালদার চাচোল ১ নং ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের কাতলামারীর ঘটনা। বঞ্চিত উপভোক্তার নাম আজাদ হোসেন।