বারাসাত ১: বারাসাত মেডিকেল কলেজে নাবালিকা রোগির শ্লীলতাহানির ঘটনায় সরব রাজ্য যুব কংগ্রেসের সম্পাদক
হাসপাতালে চিকিৎসা চলাকালীন নাবালিকাকে শ্রীলতাহানির অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। গ্রেফতার চিকিৎসক দীননাথ কুমার।* বারাসাত মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের চিকিৎসক দীননাথ কুমার(৩২) কে নাবালিকাকে শ্রীলতাহানির অভিযোগে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ। হাসপাতাল ও পুলিশ সূত্রে খবর, বুধবার এপেন্ডিক্স অপারেশন করার সময় ওই নাবালিকার প্রাথমিক চিকিৎসা করবার সুযোগে শ্রীলতাহানি করেছে অভিযুক্ত ডাক্তার। এরপর এই ঘটনা নাবালিকা তার পরিবারকে জানালে। পরিবারের পক্ষ থেকে ওই পিজি