কালচিনি: দিল্লির বিস্ফোরণ ঘটনার পর সতর্কতা জারি হয়েছে ভুটান সীমান্ত এলাকায়, জয়গাঁ জিএসটি মোড়ে কড়া নাকা
দিল্লির বিস্ফোরণ ঘটনার পর সতর্কতা জারি হয়েছে ভুটান সীমান্ত এলাকায়। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের জয়গাঁ জিএসটি মোড়ে মঙ্গলবার সকাল ১০টা থেকে চলছে কড়া নাকা চেকিং। সীমান্ত সংলগ্ন এলাকায় প্রতিটি গাড়ি তল্লাশি করছে পুলিশ। সন্দেহজনক কোনও বস্তু বা ব্যক্তি চোখে পড়লেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিরাপত্তা বাড়াতে আলিপুরদুয়ার জেলাতেও মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা বাহিনী।