কালচিনি: দীর্ঘদিন ধরে থমকে রয়েছে সড়ক নির্মাণের কাজ, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন চিনচুলা, রায়মাটাং ও কালচিনি চা বাগানের বাসিন্দা
দীর্ঘদিন ধরে থমকে রয়েছে সড়ক নির্মাণের কাজ, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন চিনচুলা, রায়মাটাং ও কালচিনি চা বাগানের বাসিন্দারা। প্রায় পাঁচ মাস আগে কালচিনি তিন নম্বর চৌপতি থেকে রায়মাটাং হয়ে চিনচুলা চা বাগান পর্যন্ত নতুন সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছিল। শুরুতে দ্রুতগতিতে কিছু কাজ এগোলেও বর্তমানে পুরো কাজ বন্ধ অবস্থায় পড়ে আছে। এর ফলে প্রতিদিনই নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় মানুষজন।