হিলি: সূর্যোদয় সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে ডাবরা এবং ঈশ্বরপাড়া গ্রামের মহিলাদের নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো।
সূর্যোদয় সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে ডাবরা এবং ঈশ্বরপাড়া গ্রামের মহিলাদের নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। সচেতনতা শিবিরের বিষয় ছিল বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু পাচার পতিরোধ, pocso আইন , গুড টাচ ব্যাড টাচ ও মাসিক স্বাস্থ্যবিধি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিলি বিএসএফ ক্যাম্পের হিউম্যান ট্রাফিকিং এর টিম, আশা ও অঙ্গনারী দিদিরা, ডাবরা ও ঈশ্বর পাড়ার মেম্বার, সেল্ফ হেল্ফ গ্রুপের কর্মীরা , শিক্ষক গোপাল রায় মহাশয় ও অন্যান্যরা।