ইন্দপুর: ইন্দপুর ব্লকে SIR ENUMERATION ও BLA-2 প্রশিক্ষণ শিবির, সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত
ইন্দপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে আজ ইন্দপুর ব্লক কমিউনিটি হলে অনুষ্ঠিত হল সর্বদলীয় বৈঠক। একই সঙ্গে SIR-এর ENUMERATION ফর্ম পূরণ ও BLA-2–দের প্রশিক্ষণ শিবিরও আয়োজিত হয়। উপস্থিত ছিলেন, ইন্দপুরের বিডিও সুমন্ত ভৌমিক সহ ব্লক প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। SIR কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে নির্দেশিকা ও করণীয় বিষয়গুলি বিস্তারিতভাবে আলোচনা করা হয়।