ফরিদপুর দুর্গাপুর: দ্রুত ও নির্ভুল এনুমারেশনের লক্ষ্যে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তৎপরতা, দুর্গাপুরের বুথে বুথে জেলাশাসকের নজরদারি
দ্রুত ও নির্ভুল এনুমারেশনের লক্ষ্যে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তৎপরতা।বুথে বুথে জেলাশাসকের নজরদারি, বিএলওদের দিলেন স্পষ্ট দিকনির্দেশ। রবিবার দুপুর তিনটের সময় পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পুন্নামবলম এস দুর্গাপুর শহরের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে বুথ লেভেল অফিসারদের সঙ্গে বৈঠক করেন। মূলত ভোটার এনুমারেশন প্রক্রিয়াকে আরও দ্রুত ও প্রযুক্তি নির্ভর করতে কীভাবে ডিজিটাইজেশন আরও কার্যকরভাবে প্রয়োগ করা যায়, তা নিয়েই আলোচনা হয়।জেলাশাসক উপস্থিত কর্মীদের