নবদ্বীপ: মায়াপুর ইদ্রাকপুর সহ একাধিক গ্রামে কার্তিক পুজো উপলক্ষে বিভিন্ন দেবদেবীর আরাধনায় মেতে উঠলেন ভক্তরা
Nabadwip, Nadia | Nov 17, 2025 সোমবার দুপুর থেকে মায়াপুর বামনপুকুর ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইদ্রাকপুর,গঞ্জডাঙ্গা ও ফকিরডাঙ্গা ঘোলাপাড়া অঞ্চলে কার্তিক পুজোর আরাধনায় মেতে উঠেলেন সেখানকার অসংখ্য বাসিন্দা,পাশাপাশি মায়াপুর ইদ্রাকপুর ও গঞ্জোডাঙ্গায় কার্তিক পুজো উপলক্ষে শ্রী শ্রী মহিষমর্দিনী মাতা,শ্রী শ্রী গঙ্গা মাতা,মহিরাবন বধ,ভারত মাতা,যুগল মিলন সহ বিভিন্ন দেব দেবীর আরাধনায় মেতে উঠলেন দুটি গ্রামের অসংখ্য ভক্ত,মায়াপুর ইদ্রাকপুর ও গঞ্জডাঙ্গা গ্রামে প্রধানতম উৎসব কার্তিক পুজো।