ফালাকাটা: রবিবার ২৫ কেজি গাঁজা সহ ৩ পাচারকারিকে গ্রেপ্তার করল ফালাকাটা থানার পুলিশ
২৫ কেজি গাঁজা সহ ৩ পাচারকারিকে গ্রেপ্তার করল ফালাকাটা থানার পুলিশ। রবিবার ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্য এখবর জানান। তিনি জানিয়েছেন গাঁজা পাচারের সময় হাতেনাতে ধরে ফেলা হয় পূর্ব মাদারিহাটের বাপন বর্মন, দক্ষিণ মাদারিহাটের অসীম বর্মন এবং কালিয়াচকের আব্দুল সুবাহান। প্রসঙ্গত ফালাকাটায় এর আগে গাঁজা, ব্রাউন সুগার পাচারে একাধিকবার কালিয়াচকের সংযোগ সামনে এসেছে। এবার ফের কালিয়াচকের সংযোগ সামনে এল। আইসি জানার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃতদে