ওন্দা: একটি হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে সোনামুখী স্টেশন থেকে আসল মালিকের হাতে তুলে দিল রেল পুলিশ
Onda, Bankura | Mar 29, 2024 একটি হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে আসল মালিকের হাতে তুলে দিল সোনামুখী রেল পুলিশ। জানা গিয়েছে, বাঁকুড়া-মশাগ্রাম লোকাল ট্রেনে সোনামুখী আসছিলেন পূর্ব বর্ধমানের বাসিন্দা রাজকুমার বায়েন নামে এক ব্যক্তি। কিন্তু নিজের ব্যাগ ট্রেনে রেখেই পাত্রসায়েরে নেমে পড়েন তিনি। পরে সোনামুখী রেল পুলিশ ওই ব্যাগটি ট্রেন থেকে উদ্ধার করে রাজকুমার বায়েনের হাতে ফিরিয়ে দেয়।