জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বলরামপুর ব্লকের সাতজন অঞ্চল সভাপতির নাম ঘোষণা করেন।সেই তালিকায় তেঁতলো অঞ্চল তৃণমূলের সভাপতি হিসাবে দলীয় ভাবে নিযুক্ত হয়েছেন রবি দত্ত। সহ সভাপতির দায়িত্ব রয়েছেন তপন মুর্মু, লালমোহন সিং সর্দার, প্রবীর কুমার।শুক্রবার পতিডি গ্রামের খেলাই চন্ডি মন্দিরের মাঠে এক সভায় নবনিযুক্ত সভাপতি ও সহ সভাপতিদের পুষ্প স্তবক তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন দলীয় কর্মীরা।