কৃষ্ণনগর ১: বিভিন্ন দাবিতে কৃষ্ণনগরে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের নদীয়া জেলার পক্ষ থেকে সদর হাসপাতাল মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ
প্রসঙ্গত আশা কর্মীদের দিয়ে পোর্টালে কাজ করানো চলবে না। ফোনের সমস্ত শর্তাবলী প্রত্যাহার করতে হবে। এমনই কয়েক দফা দাবি নিয়ে এদিন দুপুরে কৃষ্ণনগর সদর হাসপাতাল মোড়ে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পরবর্তীতে সমস্ত দাবি সমূহের একটি প্রতিলিপি, CMOH এর কাছে ডেপুটেশন আকারে জমা দেয় তারা। এই ঘটনা জোরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে কৃষ্ণনগর শহর। পরবর্তীতে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।