কালচিনি: কালচিনি ব্লকে সরকারি অনুষ্ঠানে বিজেপি বিধায়কের আমন্ত্রণ না-প্রাপ্তি নিয়ে আবারও তৈরি হয়েছে বিতর্ক
কালচিনি ব্লকে সরকারি অনুষ্ঠানে বিজেপি বিধায়কের আমন্ত্রণ না-প্রাপ্তি নিয়ে আবারও তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, আলিপুরদুয়ার জেলা প্রশাসনের আয়োজিত জয় জোহার মেলা ও বিরসা মুন্ডা জন্মজয়ন্তীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি কালচিনি বিধায়ক বিশাল লামাকে। গতকাল কালচিনি থানা ময়দানে শুরু হয়েছে বীরসা মুণ্ডা সার্ধশতবর্ষ উদযাপন ও জয় জোহার মেলা, যা চলবে তিন দিন। শাসক দলের ব্লক ও জেলা নেতৃত্ব উপস্থিত থাকলেও বিরোধী বিধায়কের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।