রায়গঞ্জ: সাপের ছোবলে শিশুর মৃত্যু রায়গঞ্জ মেডিকেলে ,ঘটনায় শোকের ছায়া সোহারই এলাকায়,দেহ ময়না তদন্ত রায়গঞ্জ মেডিকেলে
সাপের ছোবলে মৃত্যু হল রায়গঞ্জ মেডিকেলে এক সাত বছরের শিশুর। ঘটনায় শোকের ছায়া সোহারই এলাকায়। সোমবার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় রায়গঞ্জ মেডিকেলে। সেদিন দুপুরে পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় মৃত শিশুর নাম নিশা বর্মন বয়স ৭, বাড়ির রায়গঞ্জ থানার সোহারই মোড় এলাকায়।পরিবারের দাবি রবিবার দুপুরে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে নিজেদেরই মুদিখানার দোকানে খেলছিল শিশুটি সেই সময় হাতে ছোবল দেয় সাপ।