ধূপগুড়ি: দেওয়ান লাইনে মৃতা বিএলও শান্তিমনি ওরাও এর পরিবারকে ২লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মন্ত্রী বুলুচিক বড়াইক
দেওয়ান লাইনে মৃতা বিএলও শান্তিমনি ওরাও এর পরিবারকে ২লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মন্ত্রী বুলুচিক বড়াইক। এদিন মন্ত্রীর সাথে ছিলেন এডিএম রাকেশ রাঠোর,এসডিও উতকর্ষ খন্ডাল, বিডিও রশ্মিদিপ্ত বিশ্বাস সহ অনান্যরা। উল্লেখ্য গত বুধবার ভোটার তালিকা সংশোধনের কাজে চাপ সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙ্গে পড়ে নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন ৪৮ বছর বয়সী বি এল ও শান্তিমনি ওড়াও( এক্কা)। শান্তিমনি একজন আই সি ডি এস কর্মী ছিলেন।