হীরবাঁধ: সোলার হাই মাস্ট লাইট বসাতে গিয়ে উল্টে গেল ক্রেন, চাপা পড়ে গুরুতর জখম প্রায় সাত জন
বাঁকুড়ার হীড়বাঁধ থানার বহড়ামুড়ি গ্রামে সোলার হাই মাস্ট লাইট বসাতে গিয়ে উল্টে গেল ক্রেন। ক্রেন ও খুঁটির নিচে চাপা পড়ে গুরুতর জখম প্রায় সাত জন, যাদের মধ্যে কয়েকজন নাবালক। আহতদের বাঁকুড়া মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা জানান, ঠিকাদার সংস্থা নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কাজ করছিল। দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।