গড়বেতা ২: গোয়ালতোড়ের রাজবাঁধ ফুটবল ময়দানে বিরসা মুন্ডার সার্ধশতবর্ষ উদযাপন ও জয় জোহার মেলার আয়োজন
রাজ্য আদিবাসী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু'নম্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় বিরসা মুন্ডার সার্ধশত বর্ষ উদযাপন ও জয় জোহার মেলার আয়োজন করা হয় ব্লকের ৮ নম্বর সারবত অঞ্চলের রাজবাঁধ ফুটবল ময়দানে। শনিবার যার আনুষ্ঠানিক ভাবে বিরসা মুন্ডার প্রতিকি ছবিতে মাল্যদান, পুষ্প অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। এই দিন উপস্থিত ছিলেন BDO দেবঋষি ব্যানার্জি,পঞ্চায়েত সমিতির সভাপতি দিনবন্ধু দে প্রমূখ।