কালচিনি: আটিয়াবাড়ি চা বাগানে নবনির্মিত ক্রেজ হাউস তালা মেরে বিক্ষোভে শামিল স্বনির্ভর দলের মহিলারা
মুখ্যমন্ত্রীর উদ্বোধনের তিনদিন পরেই আটিয়াবাড়ি চা বাগানে নবনির্মিত ক্রেজ হাউস তালা মেরে বিক্ষোভে শামিল স্বনির্ভর দলের মহিলারা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানে । অভিযোগ, বাগানের একাধিক স্বনির্ভর দল থাকা সত্ত্বেও, একটি মাত্র স্বনির্ভর দলকেই এই ক্রেজ হাউস দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে। যা নিয়ে বেজায় চটেছেন বাকি স্বনির্ভর দলের সদস্যরা।