আলিপুরদুয়ার ১: প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ আইনি সহায়তা শিবির আলিপুরদুয়ার SDO অফিসে,উপস্থিত জেলা বিচারক
প্রবীণ নাগরিকদের জন্য সোমবার আলিপুরদুয়ার মহকুমা শাসকের কনফারেন্স হলে বিশেষ আইনি সহায়তা শিবির আয়োজন করা হলো জেলার লিগের সেল অথরোটির পক্ষ থেকে। এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ সেই শিবির শেষ হয়।এদিনের শিবিরে জেলা বিচারক সহ অন্য বিচারকরা উপস্থিত ছিলেন।এদিনের শিবিরে আলিপুরদুয়ারের বিভিন্ন প্রবীণ নাগরিক সংগঠনকে ডাকা হয়।সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।