পাঁচলা: পানিয়াড়াতে জেলা পুলিশের পুলিশ লাইন থেকে বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো পূজা পরিক্রমা
Panchla, Howrah | Sep 28, 2025 হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ পূজা পরিক্রমা বিভিন্ন বয়সের বিশেষভাবে সক্ষম চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এই পূজা পরিক্রমা অনুষ্ঠিত হলো। রবিবার আনুমানিক দুটো নাগাদ হাওড়া গ্রামীণ জেলা পুলিশের কার্যালয় পানিয়ারা পুলিশ লাইন থেকে তিনটি বাসে করে এই পূজা পরিক্রমার সূচনা করলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পুলিশ সুপার সুবিমল পাল মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশের আধিকারিকরা