সাঁওতালডি থানার অন্তর্গত দেউলী অঞ্চলের অসুরবাঁধ গ্রামের প্রাচীন ধর্মরাজ মন্দিরে বৃহস্পতিবার দুপুর তিনটে থেকে আখ্যান যাত্রা উপলক্ষে পুজো ও মেলার আয়োজন। মন্দিরটি আনুমানিক ৪০০ বছরেরও বেশি পুরনো হলেও কিছু বছর আগে মন্দির নতুন সংস্কার করা হয়েছে এদিন সকাল থেকেই স্থানীয় ঠাকুর পুকুর নামক জলাশয় থেকে মহিলা এবং পুরুষের দল দন্ডী দিতে শুরু করেছেন মন্দিরে প্রচুর পাঁঠা