সোনামুখী: কুরুমপুর ভাটপাড়া কলোনি মন্দিরে মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দিলেন সোনামুখী বিজেপি বিধায়ক
আজ মহাষ্টমী সেই উপলক্ষে কুরুমপুর ভাটপাড়া কলোনী নবীন সংঙ্ঘ ক্লাবের মন্দিরে শুভ মহাঅষ্টমীর পুষ্পাঞ্জলি দিলেন সোনামুখী বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী ।এই দিন তিনি সপরিবারে নিজের গ্রামের মন্দিরে পুষ্পাঞ্জলি দেন।