বহরমপুর: মুর্শিদাবাদে বেলডাঙায় ফের 'সার' আতঙ্কে মৃত এক ব্যক্তির,ময়নাতদন্ত করা হল বহরমপুর MMC হাসপাতালের মর্গে
মুর্শিদাবাদে বেলডাঙার থানার মহুলার বাসিন্দা কমল নন্দি 'সার' আতঙ্কে এসিড খেয়ে আত্মহত্যা করেন বলে জানা গিয়েছে। পরিবার সুত্রে জানা গিয়েছে বিহারে জন্ম কমলের কিন্তু খুব অল্প বয়সে বাবা-মা মারা যাওয়ার পর ভবঘুরের মতন বিহার থেকে চলে আসেন বাংলায় তারপর এখানে বিয়ে করে থাকতে শুরু করেন মহুলায়। কিন্তু 'সার' ঘোষনা হওয়ার পর থেকেই নিজের কোন নথি না থাকায় বেশ কিছু দিন থেকেই আতঙ্কে ভুগছিলেন।