খণ্ডঘোষ: নিশ্চিন্তপুর বাজারে বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি ধাক্কা, আহত গাড়ি চালক
আবারো ভয়াবহ সড়ক দুর্ঘটনা বাঁকুড়া বর্ধমান রোডের উপর। মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার অন্তর্গত নিশ্চিন্তপুর বাজার এলাকায় বাঁকুড়া বর্ধমান রোডের উপর ঘটে গেল সড়ক দুর্ঘটনা। যাত্রী বোঝাই বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ চারচাকা গাড়ির। জানা যায় যাত্রী বোঝাই বাসটি বর্ধমান থেকে বাঁকুড়ার দিকে আসছিল ঠিক সেই সময়ই উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই টিকে সামনে থেকে সজোরে ধাক্কা মারে।