সবং: সবংয়ে এই আই আরের ওয়ার রুম পরিদর্শনে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক
বৃহস্পতিবার রাত্রি আটটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের সবং এ বিধায়ক কার্যালয় এস আই আর সংক্রান্ত ওয়ার রুমের পরিদর্শনে এলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। এদের সঙ্গে ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি। ঐদিন এস আই এর সংক্রান্ত বিষয় নিয়ে ওয়ার রুমে আসা মানুষ জনের সঙ্গেও কথা বলেন মন্ত্রী মলয় ঘটক।