বহরমপুর: ভুল চিকিৎসার অভিযোগে বহরমপুরের এক নামকরা চোখের হাসপাতালে ভাঙচুর, ধুন্ধুমার, তদন্তে পুলিশ
বহরমপুরের একটি বেসরকারি চোখের হাসপাতালে ভাঙচুরের অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে এদিন হঠাতই একদল যুবক হাসপাতালে ঢুকে পরে। তাঁদের দাবি ছিল কারও চোখের পাওয়ারে সমস্যা হয়েছে। হাসপাতাল কতৃপক্ষের সাথে কথা বলে প্রথমে চলে যায় তারা। কিছুক্ষনের মধ্যে আবারও তারা হাসপাতালে ফিরে আসে এবং নিরাপত্তারক্ষীদের মারধর ও ভাঙচুর করে বলে অভিযোগ। সিসিটিভিতে ধরা পরে সেই ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।