হবিবপুর: বাহার গোলা এলাকায় যাত্রী বোঝাই টোটো উল্টে আহত ৩, মালদা হাসপাতালে রেফার তিনজনই
যাত্রী বোঝাই টোটো উল্টে আহত তিন,ঘটনাটি ঘটেছে শনিবার হবিবপুর থানার বাহার গোলা এলাকায়, জানা গেছে যাত্রী বোঝাই টোটোর নিচে কুত্তা ঢুকে যায় এরপর টোটো টি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায় ঘটনায় টোটো তে থাকা যাত্রী গুরুতর আহত হন তাদেরকে উদ্ধার করে স্থানীয় বুলবুলচন্ডী হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর মালদা হাসপাতালে রেফার করেন চিকিৎসক।