আলিপুরদুয়ার ১: বুধবার ত্রিপুরার EX মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের আলিপুরদুয়ার সফর ঘিরে সাজো সাজো রব বিজেপিতে,বাবুরহাটে হলো মিছিল
মঙ্গলবার আলিপুরদুয়ারে আসার কথা ছিল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির সাংসদ বিপ্লব দেবের।জেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল তাঁর।তবে সেই কর্মসূচি বদল করা হয়েছে।বিজেপি সূত্রে খবর বুধবার আলিপুরদুয়ার সফরে আসবেন বিপ্লব।সেই কর্মসূচি ঘিরে বর্তমানে সাজসাজ রব বিজেপিতে।জেলায় বিজেপির সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বিপ্লব।ওইদিন দুপুর ১২ টা নাগাদ মাকরাপাড়া কালী মন্দিরে পুজো দেবেন তিনি।