সামশেরগঞ্জ: জোতকাশী আমবাগান থেকে উদ্ধার তাজা বোমা, তদন্তে সামশেরগঞ্জ থানার পুলিশ
মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার জোতকাশী আমবাগানে থেকে উদ্ধার হল বালতি ভর্তি তাজা বোমা। ঘটনার পর থেকে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। শনিবার দুপুরে পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে জোতকাশী আমবাগান এলাকায় তল্লাশি চালায় সামশেরগঞ্জ থানার পুলিশ। সেখানে একটি বালতি থেকে একাধিক তাজা বোমা উদ্ধার হয়। হঠাৎ জনবসতি সংলগ্ন এলাকায় এমন বিস্ফোরক উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।