মেদিনীপুর: শীত পড়লেও বিষধর সাপের উপদ্রব কমেনি মেদিনীপুর শহর সংলগ্ন এলাকায়! সতর্ক করলেন সর্পবন্ধু
শীত পড়লেও মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকায় একের পর এক লোকালয় ও বাড়ি থেকে বিষধর সাপ বের হচ্ছে। তিন দিনে পাঁচটি বিভিন্ন রকমের বিষধর সাপকে উদ্ধার করার পর মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিলেন সর্প বন্ধু। সাপকে না মেরে ফেলার বার্তাও দিলেন তিনি।