গড়বেতা ৩: ধান কাটার পর শুরু হয়েছে চাষীদের তোড়জোড়,স্বপ্নের চাষ করতে চরম ব্যস্ততা চন্দ্রকোনারোডে
ধান কাটার পর শুরু হয়েছে চাষীদের স্বপ্নের চাষ আলু চাষের জন্য চরম ব্যস্ততা লক্ষ্য করা গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন বিভিন্ন এলাকায়, কার্যত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চরম ব্যস্ততা লক্ষ্য করে গিয়েছে এলাকার চাষীদের,রবিবার এমনই চিত্র উঠে এলো,অন্যদিকে এই সময় মাঠের নাড়া পোড়ানো বিভিন্ন চিত্র সামনে আসে, ইতিমধ্যেই ব্লক প্রশাসনের তরফ থেকে নারা পোড়ানো নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে ।