তেহট্ট ২: নদীয়া জেলা তৃণমূল বাঁচাও এমনই পোস্টার ঘিরে চাঞ্চল্য পলাশীপাড়া বিধানসভার বির্নিয়ায়
নদীয়া জেলা তৃণমূল বাঁচাও এমনই পোস্টার ঘিরে চাঞ্চল্য পলাশীপাড়া বিধানসভার বির্নিয়ায়। বার্নিয়া তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে বুধবার এই পোস্টটার দেখা যায়। যে পোস্টারে লেখা নদীয়া জেলা তৃণমূল বাঁচাও এবং সেখানে তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাক এর দুই কর্মীর নামে দুর্নীতির অভিযোগ। নিশ্চয় ও রণজিৎ নামের দুই আইপ্যাড কর্মীর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের প্রার্থী পাইয়ে দেওয়ার নামে এলাকায় থেকে টাকা তুলছে, সেই সাথে বিজেপির সাথে তাদের সংযোগ।