মঙ্গলকোট: মঙ্গলকোটের কেশবপুরে সাবমার্সিবেল পাম্পের মোটর চুরির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুগছে বাসিন্দারা
মঙ্গলকোটের কেশবপুর গ্রামে নির্মীয়মাণ বাড়ির পিছন থেকে সাবমার্সিবেল পাম্পের মোটর চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। সোমবার আনুমানিক সকাল ১১টা নাগাদ স্থানীয়রা প্রথম ঘটনার আঁচ পান। জানা গিয়েছে, কেশবপুর গ্রামের বাসিন্দা তুষারকান্তি মন্ডলের বাড়ির পিছনে বসানো ছিল একটি সাবমার্সিবেল পাম্প। সকালে দেখা যায়, পাম্পের মোটরটি উধাও। এরপরেই চুরি নিয়ে ক্ষোভ এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে। সম্প্রতি পালিগ্রাম থেকেও একটি সাবমার্সিবেল পাম্পের মোটর চুরি যায়।