সাঁইথিয়া: আহমেদপুরে অভিযান ১০ কেজি গাঁজা সহ মহিলা গ্রেফতার, সিউড়ি আদালতে পেশ
বৃহস্পতিবার সকালে আহমেদপুর আউটপোস্টের পুলিশ কুসুমদিঘী বাসস্ট্যান্ড থেকে নুরজাহান বিবি নামে এক মহিলাকে ১০ কেজি গাঁজা সহ গ্রেফতার করে। সন্দেহভাজন অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখেই তাকে আটক করে তল্লাশিতে মেলে নটি প্যাকেট ভর্তি গাঁজা। পুলিশ সূত্রে জানা যায়, তিনি ও তার মা দীর্ঘদিন ধরে বীরভূমের বিভিন্ন জায়গায় গাঁজা পাচার ও বিক্রি করতেন ওই ধৃত মহিলা কে আজ দুপুরে স