নানুর: মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে বিশেষ কর্মশালা শুরু হলো নানুরে, উপস্থিত- BDO, বিধায়ক সহ অন্যান্যরা
Nanoor, Birbhum | Nov 23, 2025 নানুর ব্লকের উদ্যোগে চণ্ডীদাস মেমোরিয়াল হাইস্কুল ও স্বেচ্ছাসেবী সংগঠন বিধান শিশু উদ্যানের শিক্ষামূলক শাখা 'প্রয়াসের' সহযোগিতায় রবিবার মাধ্যমিক পরীক্ষার্থী দের নিয়ে শুরু হয় বিশেষ কর্মশালা। উপস্থিত ছিলেন, নানুরে বিধায়ক বিধান চন্দ্র মাঝি, সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ সিংহ রায়, প্রাক্তন শিক্ষক তথা বিদ্যালয়টির পরিচালন সমিতির সভাপতি মানিক চাঁদ রায় সহ অন্যান্যরা।কর্মশালায় নানুর ব্লক এলাকার ২০ টি বিদ্যালয়ের দেড় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।