বেলডাঙা ২: রেজিনগর জুড়ে আকাশপথে ড্রোন উড়িয়ে পুলিশি নজরদারি,উদ্ধার একাধিক জাড় ভর্তি তাজা সকেট বোমা,কি জানালেন এসডিপিও দেখুন
গোপন সূত্রের খবরে চেকিং টিম কে সাথে নিয়ে রেজিনগর থানা দল হানা দিলে বিস্ফোরক পদার্থ একটি এলাকা ঘিরে আকাশপথে ড্রোন উড়িয়ে বোমা তৈরি করার সরঞ্জাম ও দুটি প্লাস্টিকের জারে ১২টি সকেট বোম উদ্ধার করে। পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ। কি বা করা এই বোমা তৈরির সাথে যুক্ত তাদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।