তেহট্ট ১: ভূমিহীনের থাকার জায়গা দিয়ে মানবিক মুখ হযে থাকল,তেহট্ট কালীতলা পাড়ার এক যুবক@
গত মঙ্গলবার হাইকোর্টের অর্ডারে তেহট্ট PWD মোড়ে PWD জায়গায় থাকা ভূমিহীন গোপাল বিশ্বাস বাড়ি ভেঙে দেওয়ার পর রাস্তায় অসহায় হযে কান্নাকাটি করছিলেন,সেই সময় তেহট্ট কালীতলা পাড়ার যুবক তথা বাসিন্দা অনিল মণ্ডল খবর পেয়ে যেখানে পৌঁছে যায় এবং ঐ ভূমিহীন গোপাল বিশ্বাসকে থাকার জন্য জায়গা দিয়ে মানবিক হযে থাকল।