কালচিনি: মায়ের মৃত্যুর একমাস কাটেনি,আর তার মাঝেই চা বাগানের ভেতর থেকে উদ্ধার হল নাবালকের দেহ, চাঞ্চল্য কালচিনিতে
মায়ের মৃত্যুর একমাস কাটেনি,আর তার মাঝেই বৃহস্পতিবার চা বাগানের ভেতর থেকে উদ্ধার হল ১২ বছরের এক নাবালক ছেলের দেহ। কালচিনি চা বাগানের আউট ডিভিশন বুকিমবাড়ির ঘটনা। এদিন বাগানে কাজ চলাকালীন দুর্গন্ধ ছড়ায় ওই সেকশনে।শ্রমিকেরা এগোতেই এক নাবালকের দেহ দেখতে পান তারা। তাদের দাবি, ওই নাবালকের দেহ মাটিতে পড়ে থাকলেও তার গলায় দড়ি ছিল। এরপরই খবর চাউর হতে ভিড় জমান আশপাশের বাসিন্দারাও।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে কালচিনি পুলিশ।