রাজগঞ্জ: রাঙ্গামাটি চাবাগানের সুন্দরী লাইনে এস আই আর ক্যাম্প পরিদর্শন করলেন আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক
রাঙ্গামাটি চাবাগানের সুন্দরী লাইনে এস আই আর ক্যাম্প পরিদর্শন করলেন আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক। এই ক্যাম্পে দিনের পাশাপাশি রাতেও ফর্ম ফিলাপ চলছে। এদিন মন্ত্রী বুলুচিক বড়াইক এসে বিএলএদের কথা বলেন। ফর্ম ফিলাপ করতে কোন সমস্যা হচ্ছে কিনা তা জেনে নেন।মন্ত্রী অবশ্য প্রতিদিন কোন না কোন ক্যাম্পে গিয়ে বিএলএদের সাথে কথা বলেন তাদের সুবিধা অসুবিধার কথা জেনে নেন।