রাত পোহালেই নদীয়ার চাপড়ায় রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে চূড়ান্ত প্রস্তুতি চাপড়ার শ্রীনগর ইনসাফ ক্লাবের মাঠে। মূলত এখানেই হেলিপ্যাড করা হয়েছে এখান থেকে নেমে চাপড়া হাসপাতাল রোড পর্যন্ত পদযাত্রার মাধ্যমে রোড শো করবেন তিনি। সেখানেই একটি হুডখোলা গাড়িতে চেপে সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তার আগেই চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি।