খানাকুল ১: স্বামী স্ত্রী পঞ্চায়েত সদস্য ছিলেন অথচ 2002'এর তালিকায় নাম নেই গোটা পরিবারের,আতঙ্কিত গোঘাটের কাদেরের পরিবার
স্ত্রী ও স্বামী পঞ্চায়েত সদস্য ছিলেন অথচ নির্বাচন কমিশনের প্রকাশ করা তালিকায় নাম নেই গোটা পরিবারের।ঘটনায় আতঙ্কিত গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েতের লালপুর গ্রামের বাসিন্দা শেখ কাদেরের পরিবারে।জানা গেছে,শেখ কাদের দীর্ঘদিনের তৃণমূল কর্মী।তিনি একসময় পঞ্চায়েত সদস্য ছিলেন।তাঁর স্ত্রীও পঞ্চায়েত সদস্য হয়েছিলেন।তাদের পরিবারের ৬জন সদস্যের নাম তালিকা থেকে উধাও।তৃণমূল করার জন্যই তাঁদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।বিজেপির দাবি,নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে।